হোম > সারা দেশ > নরসিংদী

জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার খুন হন চরসুবুদ্ধি এলাকার আবদুল মান্নান (৬২)। আজ শুক্রবার দুপুরে এই মামলার প্রধান আসামি শিশু মিয়াকে (৫২) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গা ঢাকা দেয়। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর র‍্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিকেলে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করে র‍্যাব-১১। 

জানা গেছে, নিহত আবদুল মান্নান চরসুবুদ্ধি ইউনিয়নের খইরার বাড়ির আবদুর রেকমানের ছেলে। আসামিরা হলেন-একই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে শিশু মিয়া (৫২) ও বেনু মিয়া (৫৫)।  

রায়পুরা থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় র‍্যাব-১১ এর সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আগামীকাল পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হবে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার চরসুবুদ্ধি এলাকায় আবদুল মান্নান (৬২) প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহত হন। এ ঘটনার পর নিহতের স্বজনরা দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। জানা গেছে, আবদুল মান্নান ও শিশু মিয়ার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বেনি মিয়ার হাঁস মান্নান মিয়ার বাড়ির উঠানে আসাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। পরে অতর্কিত হামলায় প্রাণ যায় আবদুল মান্নানের। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন