হোম > সারা দেশ > ঢাকা

চীনা নাগরিকের নেতৃত্বে চাকরির ফাঁদ, গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনলাইনে চাকরি ও ঋণের প্রলোভন দিয়ে প্রতারণা করার অভিযোগে এক চীনা নাগরিকসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম বিভাগ।

আজ শনিবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋণ ও চাকরির প্রচারণা চালায় চক্রটি। বিজ্ঞাপন দেখে কোনো ব্যক্তি তাদের অ্যাপস ডাউনলোড দিলে তার মোবাইলের ছবি ও ব্যক্তিগত তথ্য চলে যায় চক্রের হাতে। সেসকল ছবি ও তথ্য দিয়ে পরে চক্রটি ব্ল্যাকমেল করে। টাকা দাবি করে। এভাবে অনেকেই তাদের খপ্পরে পরে মোটা অঙ্কের টাকা হারিয়েছেন। 

চক্রের চীনা নাগরিক ঝ্যাং জি ঝাহ্যাং সহ ১৫ জনকে রাজধানীর হাতিরঝিল ও কাফরুল থেকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাপসটি চীনা নাগরিকদের তৈরি। এটির সার্ভার সিঙ্গাপুরে। আর কলসেন্টার বাংলাদেশ ও পাকিস্তানে রয়েছে। পাকিস্তানি নম্বর দিয়ে বাংলাদেশিদের কল করা হয়। আর বাংলাদেশি নম্বর ব্যবহার করে ভারতীয়দের কল করা হতো। 

গোয়েন্দা প্রধান বলেন, চক্রটির সদস্যদের কাছ থেকে ২৯টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। গত ছয় মাসে এই সকল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে ৫০ কোটি টাকারও বেশি পাচার করেছে। সে হিসেবে গত দুই বছরে অন্তত দুইশো কোটি টাকা দেশ থেকে পাচার করেছে বলে প্রাথমিক তথ্যে পাওয়া গেছে। দেশে এখন পর্যন্ত এই চক্রের হাতে অন্তত দেড় হাজার মানুষ প্রতারিত হয়েছে। 

চক্রটি অল্প টাকা দিয়ে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এভাবে তারা এক ভুক্তভোগীর কাছ থেকেই ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আপত্তিকর ছবি ব্যবহার করে বিভিন্ন জনকে পাঠানোর হুমকি দিত।

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ