হোম > সারা দেশ > ঢাকা

ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়ার সুযোগ দিতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি সংবাদদাতা 

ফিলিস্তিনের মেধাবী শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পড়ার সুযোগ দিতে আগ্রহের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তবে চলতি বছরে নয়, পরিকল্পনা নিয়ে সামনের বছরে এ পদক্ষেপ নিতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উপাচার্য। 

উপাচার্য সাদেকা হালিম বলেন, ‘অবশ্যই আমরা তো চাই ফিলিস্তিনের শিক্ষার্থীদের সুযোগ দিতে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তো আবাসন সংকট রয়েছে, ওসব শিক্ষার্থীদের তো আবাসন নিশ্চিত করতে হবে। এখন যদি পাঁচজন শিক্ষার্থীকে ভর্তি করাই তার মধ্যে যদি দুজন মেয়ে থাকে তাহলে তাদের ছাত্রী হলে উঠাতে পারব। কিন্তু ছেলেদের তো থাকার একটা ব্যবস্থা করতে হবে।’ 

উপাচার্য আরও বলেন, ‘এ বছর তো সম্ভব না, পরিকল্পনা করে সামনের বছরে এ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আলাদা বাজেটও করতে হবে তাদের নিয়ে। আমি একজন মানবাধিকারকর্মী হিসেবে ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতি সমবেদনা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের দেশের ছাত্রসংগঠনও গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমিও একাত্মতা প্রকাশ করছি।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা