হোম > সারা দেশ > ঢাকা

জুমার নামাজে বঙ্গবন্ধুর জন্য দোয়া চাইলেন ওসি

প্রতিনিধি, ধামরাই (ঢাকা) 

জুমার নামাজ পড়তে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের জন্য দোয়া চেয়েছেন ঢাকার ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় তিনি করোনা, ডেঙ্গু, জঙ্গিবাদ ও মাদকাসক্তির ভয়াবহতার বর্ণনা দিয়ে মুসল্লিদের সচেতন হওয়ার আহ্বান জানান। 

আজ শুক্রবার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে (আমতলা) জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে কথা বলেন ওসি মোহাম্মদ আতিকুর রহমান। 

তিনি মুসল্লিদের উদ্দেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনা তুলে ধরেন। সেদিন নিহতদের জন্য দোয়া চান তিনি। 

ওসি বলেন, এই মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। আমরা সবাই বঙ্গবন্ধুর জন্য দোয়া করবো। 

পরে ওসি করোনার এই সময়ে মাস্ক ছাড়া কাউকে ঘরের বাইরে বের হতে নিষেধ করেন। এডিস মশার বংশবিস্তার রোধে সবার বাড়ির আশেপাশে জমে থাকা পানি ফেলে দিতে বলেন। অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখার পরামর্শ দেন। 

এ সময় মসজিদে আরও উপস্থিত ছিলেন, ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আব্দুল হান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মীর মো. আসিফ প্রমুখ।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ