রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিআইসিসি) ভবনের ১১ তলায় এবি ব্যাংকের স্টোর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আজ দুপুরে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ১টা ৫১ মিনিটে মতিঝিলের একটি ভবনে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হলে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ কর্মকর্তা আরও বলেন, ভবনের ১১ তলায় থাকা এবি ব্যাংকের স্টোর রুমে আগুন ধরেছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা রোজিনা আক্তার জানান, আটটি ইউনিটের ১৯ মিনিটের চেষ্টায় ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। এখনো পুরো রিপোর্ট হাতে আসেনি।