হোম > সারা দেশ > ঢাকা

কুসিক নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, ভোট পড়েছে ৬০ শতাংশ: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।

আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘টেলিভিশন ও সিসি ক্যামেরায় আমরা সকাল থেকেই নির্বাচন পরিস্থিতি দেখেছি। বৃষ্টির কারণে দুটি সেন্টারে একটু বিঘ্ন ঘটেছে। এ কারণে এখনো চূড়ান্ত ফলাফল আমরা পাইনি।’ 

স্বচ্ছতার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই স্বচ্ছ ছিলাম। সংবাদকর্মীরা যাতে অবাধে কাজ করতে পারেন সে জন্য আমরা তাঁদের কার্ড করে দিয়েছি। যাতে তাঁরা নির্বিঘ্নে কাজ করতে পারেন।’ নির্বিঘ্নে ভোট শেষ হওয়াকে সফলতার চোখে দেখছেন তিনি। 

বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচন শুরু হয়ে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমে এ ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। শুরুতে বৃষ্টির কারণে ভোট গ্রহণ কিছুটা বিঘ্নিত হলেও তেমন কোনো বড় ঘটনা ঘটেনি এই নির্বাচনে। তবে কয়েকটি কেন্দ্রে ইভিএম যন্ত্রের কারণে ভোট গ্রহণে কিছু সময় বেশি লেগেছে বলে অভিযোগ করেন ভোটাররা। 

এ ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, বয়স্ক কয়েকজনের ইভিএমে একটু সমস্যা হয়েছে, তাঁদের বুঝতে সময় লেগেছে। এটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়। 

কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে ইসি। তবে এরপরেও তিনি সেই এলাকা ছেড়ে যাননি। 

এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চান না বলেও জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না।’

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন