হোম > সারা দেশ > ঢাকা

রূপালী ব্যাংকে ডাকাতি: ২ কিশোরের স্বীকারোক্তি, একজনকে ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কেরানীগঞ্জ প্রতিনিধি

রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে ফেলেন। গতকাল রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকায়। ছবি: মেহেদী হাসান

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে ওই শাখার এক কর্মকর্তা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় আত্মসমর্পণ করা তিনজন—লিয়ন মোল্লা ওরফে নিরব (২২) ও অপর দুজন কিশোরকে (১৬) গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরে আজ বিকেলে তিনজনকে আদালতে হাজির করে কেরানীগঞ্জ দক্ষিণ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইসতিয়াক দুই কিশোর আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। অন্যদিকে নীরবকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আদালত দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন এবং পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে শুনানি শেষে আদালত নীরবের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এমএ কালাম খান এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

উল্লেক্ষ্য, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ওই তিনজন প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকসহ ১৫ জনকে খেলনা অস্ত্রের মুখে জিম্মি করেন। তাঁরা ব্যাংকের কাউন্টার থেকে ১৮ লাখ টাকা লুট করেন। খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলেন স্থানীয় মানুষ ও যৌথ বাহিনী।

প্রায় চার ঘণ্টা পর তিনটি অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য হন ওই তিনজন। পরে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়।

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার