হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানী এলাকায় বিমানবন্দর সড়কে চলন্ত অবস্থায় একটি মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। আজ বুধবার সকাল ১০ টা ১০ এর দিকে কাকলীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে দুর্ঘটনার পর ওই এলাকায় যানজট তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে।

বিমানবন্দর সড়কের কাকলী মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে হাই-এইস মডেলের গাড়িটিতে আগুন লাগে। এ সময় গাড়ির ভেতরে চালক সেলিম ও গাড়ির মালিকের মেয়ে ছিলেন। তাঁরা নিরাপদে বেরিয়ে আসতে পারলেও গাড়িটি পুড়ে যায়।

সার্জেন্ট সাদ্দাম আরও জানান, আগুন লাগার বিষয়টি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে গাড়িতে আগুন লাগার কারণে রাস্তা আগেই বন্ধ করে দেওয়া হয়। পেছনে যানজট লেগে যায়। আর এ যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় মেট্রোরেলের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। সিটি করপোরেশনের একটি পানির গাড়িও সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন,   মুহূর্তেই চারটি ইউনিট পাঠানো হয়। তবে পৌঁছাতে সময় লেগে যায় রাস্তা বন্ধ ও যানজটের কারণে। ১০টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন ফায়ার সার্ভিসকর্মীরা। ১০টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িটিতে আকস্মিক আগুনের কারণ জানা যায়নি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট