হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানী এলাকায় বিমানবন্দর সড়কে চলন্ত অবস্থায় একটি মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। আজ বুধবার সকাল ১০ টা ১০ এর দিকে কাকলীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে দুর্ঘটনার পর ওই এলাকায় যানজট তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে।

বিমানবন্দর সড়কের কাকলী মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে হাই-এইস মডেলের গাড়িটিতে আগুন লাগে। এ সময় গাড়ির ভেতরে চালক সেলিম ও গাড়ির মালিকের মেয়ে ছিলেন। তাঁরা নিরাপদে বেরিয়ে আসতে পারলেও গাড়িটি পুড়ে যায়।

সার্জেন্ট সাদ্দাম আরও জানান, আগুন লাগার বিষয়টি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে গাড়িতে আগুন লাগার কারণে রাস্তা আগেই বন্ধ করে দেওয়া হয়। পেছনে যানজট লেগে যায়। আর এ যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় মেট্রোরেলের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। সিটি করপোরেশনের একটি পানির গাড়িও সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন,   মুহূর্তেই চারটি ইউনিট পাঠানো হয়। তবে পৌঁছাতে সময় লেগে যায় রাস্তা বন্ধ ও যানজটের কারণে। ১০টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন ফায়ার সার্ভিসকর্মীরা। ১০টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িটিতে আকস্মিক আগুনের কারণ জানা যায়নি।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান