হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানী এলাকায় বিমানবন্দর সড়কে চলন্ত অবস্থায় একটি মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। আজ বুধবার সকাল ১০ টা ১০ এর দিকে কাকলীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে দুর্ঘটনার পর ওই এলাকায় যানজট তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে।

বিমানবন্দর সড়কের কাকলী মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে হাই-এইস মডেলের গাড়িটিতে আগুন লাগে। এ সময় গাড়ির ভেতরে চালক সেলিম ও গাড়ির মালিকের মেয়ে ছিলেন। তাঁরা নিরাপদে বেরিয়ে আসতে পারলেও গাড়িটি পুড়ে যায়।

সার্জেন্ট সাদ্দাম আরও জানান, আগুন লাগার বিষয়টি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে গাড়িতে আগুন লাগার কারণে রাস্তা আগেই বন্ধ করে দেওয়া হয়। পেছনে যানজট লেগে যায়। আর এ যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় মেট্রোরেলের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। সিটি করপোরেশনের একটি পানির গাড়িও সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন,   মুহূর্তেই চারটি ইউনিট পাঠানো হয়। তবে পৌঁছাতে সময় লেগে যায় রাস্তা বন্ধ ও যানজটের কারণে। ১০টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন ফায়ার সার্ভিসকর্মীরা। ১০টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িটিতে আকস্মিক আগুনের কারণ জানা যায়নি।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক