হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চুরি নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে কিশোর খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছুরিকাঘাতের ঘটনায় আটক আরমান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি নিয়ে বিতণ্ডার জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। লামাপাড়া দরগাহবাড়ি মসজিদ এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম জিহাদ (১৭)। সে পটুয়াখালী জেলা সদরের আউলিয়াপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। এ ঘটনায় আরমান (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। তিনি লামাপাড়ার আক্তার শেখের ছেলে।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দরগাহবাড়ি মসজিদের সামনে আরমানের চাচা শাহীনের ফলের দোকান রয়েছে। রাতে সেই দোকানের বাতি চুরি হয়। এ ঘটনায় দোকানের অদূরে দাঁড়িয়ে থাকা জিহাদ ও তাঁর দুই বন্ধুকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করেন আরমান।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে আরমান একপর্যায়ে বাসা থেকে ছুরি এনে জিহাদকে আঘাত করেন। এ সময় জিহাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে আটক করা হয় আরমানকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা যায় জিহাদ।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আরমানকে আটক করা হয়েছে।

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ