হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চুরি নিয়ে বিতণ্ডা, ছুরিকাঘাতে কিশোর খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছুরিকাঘাতের ঘটনায় আটক আরমান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি নিয়ে বিতণ্ডার জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। লামাপাড়া দরগাহবাড়ি মসজিদ এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম জিহাদ (১৭)। সে পটুয়াখালী জেলা সদরের আউলিয়াপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। এ ঘটনায় আরমান (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। তিনি লামাপাড়ার আক্তার শেখের ছেলে।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, দরগাহবাড়ি মসজিদের সামনে আরমানের চাচা শাহীনের ফলের দোকান রয়েছে। রাতে সেই দোকানের বাতি চুরি হয়। এ ঘটনায় দোকানের অদূরে দাঁড়িয়ে থাকা জিহাদ ও তাঁর দুই বন্ধুকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করেন আরমান।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে আরমান একপর্যায়ে বাসা থেকে ছুরি এনে জিহাদকে আঘাত করেন। এ সময় জিহাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে আটক করা হয় আরমানকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা যায় জিহাদ।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আরমানকে আটক করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ