ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইছামতি নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ৪টার দিকে উপজেলার নালী ইউনিয়নের হেলাচিয়া এলাকার ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করে ঘিওর থানা-পুলিশ।
ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন খান জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ওই অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।