হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে প্রচারণার সময় প্রার্থীকে আটকে ভয়ভীতি দেখানোর অভিযোগে আটক ১

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণার সময় চেয়ারম্যান পদপ্রার্থীকে বাধা এবং ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে আসলাম ব্যাপারী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে শিবচর থানার পুলিশ। গত শনিবার বিকেল সাড়ে ৫টায় শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি এলাকা থেকে তাঁকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক আসলাম ব্যাপারীর নামে মাদারীপুর সদর থানায় হত্যা, অস্ত্র, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে বলে শিবচর থানা সূত্রে জানা গেছে। আসলাম মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের আলীম ব্যাপারীর ছেলে।

শিবচর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে নির্বাচনি প্রচারণায় বের হন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বারী উকিল ও তাঁর সমর্থকেরা। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি এলাকায় প্রচারণায় এলে আসলামসহ আট-দশজন তাঁদের পথ রোধ করে। এ সময় তাঁদের ধাওয়া করে আসলামকে মোটরসাইকেল ও ধারালো অস্ত্রসহ ধরে ফেলে। অভিযোগ উঠেছে, আটক আসলাম অপর প্রার্থী ওলিউল্লাহ খালাসীর পক্ষে এই হামলা চালান।

খবর পেয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসলামকে আটক করে। এ সময় তাঁর অন্য সঙ্গীরা পালিয়ে যায়।

চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বারী উকিল বলেন, 'আসলাম এর আগেও আমার এক ভাইসহ আমার ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী ওলিউল্লাহ খালাসী তাঁর দুই সন্ত্রাসী ভাইকে দিয়ে সন্ত্রাসী জড়ো করে নির্বাচন প্রভাবিত করছেন। এদের মধ্যে কুখ্যাত বহিরাগত সন্ত্রাসী আসলাম ধরা পড়েছে। সে বহিরাগত লোক। সে কীভাবে অন্য এলাকা থেকে এই এলাকায় আসে?'

বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী ওলিউল্লাহ খালাসী বলেন, 'তারা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের শেষ সীমানা সদর উপজেলার ধুরাইল ইউনিয়ন। আটক আসলাম ওই এলাকার বাসিন্দা। আমার পক্ষে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ বানোয়াট। আমার জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে এমন অভিযোগ দিয়েছে তারা।'

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, 'বিকেলে আসলাম ওই এলাকায় কয়েকজনকে নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করছিল এমন অভিযোগ পাই আমরা। এ সময় এলাকাবাসী তাঁকে আটকে রাখে। পরে আমরা গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসি।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, 'বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের একটি এলাকায় তাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। আটক ব্যক্তি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।'  

উল্লেখ, আগামী ২১ জুন প্রথম ধাপে অনুষ্ঠিত শিবচর উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ