হোম > সারা দেশ > ঢাকা

চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত কিশোর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদের ছিটকে পড়ে এক কিশোর (১৩) গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৯টায় উপজেলার পৌরসদরের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই কিশোরের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী ট্রেনটি পৌরসদরের শেখপাড়া এলাকা অতিক্রমকালে ছাদের উপরে ওই কিশোর দৌড়ে এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করে। এই সময় সে নিচে ছিটকে পড়ে এবং ট্রেনের নিচে তার ডান পা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আহমদ হোসেন জানান, তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন