হোম > সারা দেশ > ঢাকা

চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত কিশোর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদের ছিটকে পড়ে এক কিশোর (১৩) গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৯টায় উপজেলার পৌরসদরের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই কিশোরের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী ট্রেনটি পৌরসদরের শেখপাড়া এলাকা অতিক্রমকালে ছাদের উপরে ওই কিশোর দৌড়ে এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার চেষ্টা করে। এই সময় সে নিচে ছিটকে পড়ে এবং ট্রেনের নিচে তার ডান পা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আহমদ হোসেন জানান, তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বলেন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট