হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেটে সংঘর্ষ: ‘পুলিশের মামলায় মৃত ব্যক্তিও আসামি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেটে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। 

গত ১৮ এপ্রিল দিবাগত রাত ও পরদিন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। এ ছাড়া এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ডেলিভারিম্যান নাহিদের নিহতের ঘটনায় তাঁর বাবা নাদিম হোসেন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেছেন। এ ছাড়া দোকান কর্মচারী মুরসালিনের ভাইও পৃথক হত্যা মামলা করেছেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলায় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। 

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘এ মামলার ২৩ নম্বর আসামি মিন্টু দুই বছর আগে মারা গেছেন। আর ৪ নম্বর আসামি টিপু সাত বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। শুধু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাঁদের আসামি করা হয়েছে। ছাত্রলীগ এবং ব্যবসায়ী লীগের মধ্যে মূলত মারামারি হয়েছিল। ওই ঘটনায় চারটি মামলা করা হয়। তিনটি মামলার আসামি অজ্ঞাতনামা। একটি মামলায় বিএনপির নিউমার্কেট থানা সভাপতিসহ ২৪ জনকে আসামি করা হয়। যারা সবাই বিএনপির নেতাকর্মী।’ 

কায়সার কামাল আরও বলেন, ‘এই মামলায় প্রমাণিত হয়েছে, পুলিশের কার্যক্রম কতটা ভঙ্গুর। এমন একজনকে আসামি করা হলো যার অপরাধ জীবিত থাকতে তিনি বিএনপি করতেন! মৃত বিএনপি নেতাও আজকে পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছে না!’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন