হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেটে সংঘর্ষ: ‘পুলিশের মামলায় মৃত ব্যক্তিও আসামি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেটে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের বেঞ্চ তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন। 

গত ১৮ এপ্রিল দিবাগত রাত ও পরদিন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। এ ছাড়া এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ডেলিভারিম্যান নাহিদের নিহতের ঘটনায় তাঁর বাবা নাদিম হোসেন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেছেন। এ ছাড়া দোকান কর্মচারী মুরসালিনের ভাইও পৃথক হত্যা মামলা করেছেন।

এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলায় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। 

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘এ মামলার ২৩ নম্বর আসামি মিন্টু দুই বছর আগে মারা গেছেন। আর ৪ নম্বর আসামি টিপু সাত বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। শুধু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাঁদের আসামি করা হয়েছে। ছাত্রলীগ এবং ব্যবসায়ী লীগের মধ্যে মূলত মারামারি হয়েছিল। ওই ঘটনায় চারটি মামলা করা হয়। তিনটি মামলার আসামি অজ্ঞাতনামা। একটি মামলায় বিএনপির নিউমার্কেট থানা সভাপতিসহ ২৪ জনকে আসামি করা হয়। যারা সবাই বিএনপির নেতাকর্মী।’ 

কায়সার কামাল আরও বলেন, ‘এই মামলায় প্রমাণিত হয়েছে, পুলিশের কার্যক্রম কতটা ভঙ্গুর। এমন একজনকে আসামি করা হলো যার অপরাধ জীবিত থাকতে তিনি বিএনপি করতেন! মৃত বিএনপি নেতাও আজকে পুলিশের হাত থেকে রেহাই পাচ্ছে না!’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট