হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় তিন পুলিশ কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

তিন পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন। এর আগে ৮ এপ্রিল এই তিনজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল।

সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

ছাত্রনেতাকে ৪৭ দিন গুম করে নির্যাতনের ঘটনায় করা মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে আগামী ১৮ জুন হাজির করার নির্দেশ দেন।

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, গোলাম মোর্তোজা নামের একজন ছাত্রনেতাকে র‍্যাব অপহরণ করে ৪৭ দিন গুম করে নির্যাতন করা হয়েছিল। ওই অভিযোগে র‍্যাবের সাবেক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে করা মামলায় হাজিরের জন্য আবেদন করা হয়েছিল। আদালত তা মঞ্জুর করেছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট