হোম > সারা দেশ > ঢাকা

বাড়ির ছাদ থেকে পড়ে রিকশা চালকের মৃত্যু

প্রতিনিধি, ঢামেক

রাজধানীর মুগদা মানিকনগরে বাসার ছাদ থেকে পড়ে আনোয়ার হোসেন (৩২) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব মানিকনগর ১ নম্বর লেনের মোশারফ হোসেনের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেক জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, এক ছেলে একমেয়েসহ পরিবার নিয়ে পূর্ব মানিকনগরের ওই বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন আনোয়ার। তিনি পেশায় রিকশা চালক ও তাঁর স্ত্রী মঞ্জু গৃহ পরিচারিকার কাজ করেন। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার মেঘনা উপজেলায়। বাবার নাম আব্দুল মান্নান।

ঘটনা সম্পর্কে দেলোয়ার জানান, আনোয়ার সন্ধ্যায় রিকশা চালানো শেষ করে বাসায় এসে ছাদে যায়। কিছুক্ষণ পর শুনতে পাই সে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছে। পরে তাঁকে ভবনের নিচ থেকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য দেওয়া হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট