হোম > সারা দেশ > টাঙ্গাইল

নাগরপুরে এক নারীকে পিটিয়ে হত্যা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে লালভানু (৫৮) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে অজ্ঞাতনামা ঘাতক নিজ বাড়িতে তাঁকে পিটিয়ে হত্যা করে রান্না ঘরের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। উপজেলা সদরের দুয়াজানী গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত লালবানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের আব্দুল মিয়ার সঙ্গে প্রথমে বিয়ে হয় লালবানুর। আব্দুল মিয়া প্রায় ১২ বছর আগে মারা যান। তাঁর মৃত্যুর ২ বছর পর স্ত্রী লালভানু বঙ্গবটিয়া গ্রামের মো. বাবুল মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। ঘটনার দিন সকালে বাবুল মিয়া বাড়ি থেকে কীটনাশক সার নিয়ে জমিতে যায়। লালভানু সকালের খাবার তৈরি করতে রান্নাঘরে যায়। এ সময় তাঁকে লাঠি দিয়ে কে বা কারা পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। 

লালভানুর স্বামী বাবুল মিয়া বলেন, আমি সকালে জমিতে সেচ দেওয়ার জন্য সার নিয়ে চলে যাই। আনুমানিক ৮টার দিকে হত্যাকাণ্ডের সংবাদ পাই। দ্রুত বাড়িতে এসে রান্না ঘরের সামনে আমার স্ত্রীর রক্তাক্ত দেহ পরে থাকতে দেখি। 

এ দিকে এ হত্যা কাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। 

এ ব্যাপারে নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ