হোম > সারা দেশ > টাঙ্গাইল

নাগরপুরে এক নারীকে পিটিয়ে হত্যা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে লালভানু (৫৮) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে অজ্ঞাতনামা ঘাতক নিজ বাড়িতে তাঁকে পিটিয়ে হত্যা করে রান্না ঘরের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। উপজেলা সদরের দুয়াজানী গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত লালবানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের আব্দুল মিয়ার সঙ্গে প্রথমে বিয়ে হয় লালবানুর। আব্দুল মিয়া প্রায় ১২ বছর আগে মারা যান। তাঁর মৃত্যুর ২ বছর পর স্ত্রী লালভানু বঙ্গবটিয়া গ্রামের মো. বাবুল মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। ঘটনার দিন সকালে বাবুল মিয়া বাড়ি থেকে কীটনাশক সার নিয়ে জমিতে যায়। লালভানু সকালের খাবার তৈরি করতে রান্নাঘরে যায়। এ সময় তাঁকে লাঠি দিয়ে কে বা কারা পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। 

লালভানুর স্বামী বাবুল মিয়া বলেন, আমি সকালে জমিতে সেচ দেওয়ার জন্য সার নিয়ে চলে যাই। আনুমানিক ৮টার দিকে হত্যাকাণ্ডের সংবাদ পাই। দ্রুত বাড়িতে এসে রান্না ঘরের সামনে আমার স্ত্রীর রক্তাক্ত দেহ পরে থাকতে দেখি। 

এ দিকে এ হত্যা কাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। 

এ ব্যাপারে নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির