হোম > সারা দেশ > ঢাকা

পল্টনে সড়ক দুর্ঘটনায় আহত সেই নারীর মৃত্যু 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হওয়া আওয়ামী লীগ কর্মী অনিতা বিশ্বাস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। 

জানা গেছে, তাঁর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায়। স্বামী অমূল্য চন্দ্র বিশ্বাস ও একমাত্র ছেলেকে নিয়ে ওয়ারী গোলাপবাগে থাকতেন।

নিহতের স্বামী অমূল্য চন্দ্র বিশ্বাস জানান, গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে অনিতা বিশ্বাস বাসা থেকে বের হন আওয়ামী লীগের পার্টি অফিসে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পূর্ব পাশে রিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয় বলে জানতে পেরেছেন। খবর পেয়ে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাঁকে একটি বেসরকারি হাসপাতালের আইসিতে নিয়ে রাখা হয়। সেখানে খরচ বেশি হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে অনিতার মৃত্যু হয়। 

অমূল্য চন্দ্র আরও জানান, অনিতা বিশ্বাস আওয়ামী লীগের কর্মী ছিলেন। তবে কোনো পদে ছিলেন না। 

এদিকে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) রবীন্দ্রনাথ সরকার জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পূর্ব পাশের রাস্তায় একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই অটোরিকশাটি চালকসহ জব্দ করা হয়। পরদিন ১৯ ফেব্রুয়ারি পরিবার একটি মামলা দায়ের করলে অভিযুক্ত অটোরিকশা চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট