হোম > সারা দেশ > ঢাকা

পল্টনে সড়ক দুর্ঘটনায় আহত সেই নারীর মৃত্যু 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হওয়া আওয়ামী লীগ কর্মী অনিতা বিশ্বাস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। 

জানা গেছে, তাঁর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায়। স্বামী অমূল্য চন্দ্র বিশ্বাস ও একমাত্র ছেলেকে নিয়ে ওয়ারী গোলাপবাগে থাকতেন।

নিহতের স্বামী অমূল্য চন্দ্র বিশ্বাস জানান, গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে অনিতা বিশ্বাস বাসা থেকে বের হন আওয়ামী লীগের পার্টি অফিসে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পূর্ব প্রস্তুতিমূলক একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পূর্ব পাশে রিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয় বলে জানতে পেরেছেন। খবর পেয়ে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাঁকে একটি বেসরকারি হাসপাতালের আইসিতে নিয়ে রাখা হয়। সেখানে খরচ বেশি হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে অনিতার মৃত্যু হয়। 

অমূল্য চন্দ্র আরও জানান, অনিতা বিশ্বাস আওয়ামী লীগের কর্মী ছিলেন। তবে কোনো পদে ছিলেন না। 

এদিকে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) রবীন্দ্রনাথ সরকার জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের পূর্ব পাশের রাস্তায় একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই অটোরিকশাটি চালকসহ জব্দ করা হয়। পরদিন ১৯ ফেব্রুয়ারি পরিবার একটি মামলা দায়ের করলে অভিযুক্ত অটোরিকশা চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির