হোম > সারা দেশ > ঢাকা

সাভারে চলন্ত বাসে মা ও দুই মেয়ের স্বর্ণালংকার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা যাত্রী বেশে বাসে উঠে তিন নারীর স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সাভার নামাবাজারের পাগলনাথ ইলেকট্রনিকসের মালিক প্রবীর সাহা বলেন, আমাদের বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে আমার মামি কল্পনা সাহা (৫৫) তাঁর দুই মেয়ে রূপা সাহা (৩৩) ও তুলি সাহাকে (৩০) নিয়ে আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈর থেকে বাসে করে সাভার আসছিলেন। বাসটি সাভার বাসস্ট্যান্ড এলাকার কাঁচাবাজারের সামনে পৌঁছলে চার ছিনতাইকারী তাঁদের কাছ থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

রূপা সাহা বলেন, ‘আমরা কালিকাকৈর থেকে একটি বাসে করে প্রথমে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে নামি। সেখান থেকে সাভার আসার জন্য ‘সাভার পরিবহন’-এর ঢাকাগামী একটি বাসে (ঢাকা-মেট্রো-গ-১২-০৬৭৮) উঠি। বাসটি সন্ধ্যা ছয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের কাছে পৌঁছালে যাত্রীবেশে বাসে থাকা চার ছিনতাইকারী ছুরি নিয়ে আমাদের দিকে তেড়ে আসে।

এরপর তারা চলন্ত বাসের ভেতরে ছুরির ভয় দেখিয়ে আমাদের কাছে থাকা টাকা ও স্বর্ণ বের করে দিতে বলে। একপর্যায়ে তারা আমাদের দুই বোনের গলায় থাকা দুই ভরির দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এর পরপরই তারা মায়ের কানে থাকা আট আনার দুল ছিনিয়ে নেয়। পরে চালক বাস থামিয়ে দিলে ছিনতাইকারীরা নেমে যায়। কান থেকে দুল ছিনিয়ে নেওয়ায় মায়ের দুই কানই ছিঁড়ে যায়।

রূপা আরও বলেন, আমরা বসে ছিলাম চালকের পাশে নারী আসনে। ছিনতাইকারীরা ছিল পেছনের আসনে। ছিনতাইকারী ছাড়াও বাসে আরও ২০-২৫ জন যাত্রী ছিল। কিন্তু ছিনতাইকারীরা আর কারও স্বর্ণ, মোবাইল বা টাকা ছিনিয়ে না নিয়ে সরাসরি আমাদের কাছে চলে আসে। এ সময় অন্য যাত্রীরা নীরব দর্শকের মতো বসে ছিলেন। বাসের চালক ও চালকের সহযোগীসহ বাসের সুপারভাইজারও তাদের আটকানোর চেষ্টা করেনি; বরং ছিনতাইকারীরা আমাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর চালক বাসটি থামিয়ে দিলে তারা নেমে যায়। এরপর চালক বাসটি কিছুদূর চালিয়ে নিয়ে গিয়ে আমাদের নামিয়ে দেন।

ঘটনার পর কল্পনা সাহার বড় মেয়ে বিথী সাহা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘আমি থানার বাইরে আছি। থানায় গিয়ে ব্যবস্থা নেব।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট