হোম > সারা দেশ > ঢাকা

কিশোরী ধর্ষণ: পুলিশ কনস্টেবল শিমুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল শিমুল আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ এই নির্দেশ দেন। 

বৃহস্পতিবার দুপুরের পর পুলিশ কনস্টেবলকে আদালতে হাজির করে পুলিশ। মতিঝিল থানায় দায়ের করা এই মামলায় একদিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে রাখার আবেদন জানান। 

রাজধানীর মতিঝিলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এপিবিএন সদস্য শিমুল আহমেদকে গত সোমবার সন্ধ্যায় আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ওই দিন রাতেই মামলা হয়। 

ঘটনার বিবরণে জানা যায়, মতিঝিল এজিবি কলোনির একটি বাসায় গত রোববার বেলা ১১টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। কিশোরীর বাবা-মা দুজনই চাকরি করেন। বাসায় তাঁরা না থাকার সুযোগ নেন আসামি। কিশোরীর সঙ্গে ওই পুলিশ কনস্টেবলের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। ওই দিন পুলিশ কনস্টেবল বাসায় এসে ফাঁকা পেয়ে কিশোরীকে ধর্ষণ করেন বলে কিশোরীর বাবা মামলার এজাহারে উল্লেখ করেছেন। 

পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওই কিশোরী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশ কনস্টেবলকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট