হোম > সারা দেশ > ঢাকা

কিশোরী ধর্ষণ: পুলিশ কনস্টেবল শিমুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল শিমুল আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ এই নির্দেশ দেন। 

বৃহস্পতিবার দুপুরের পর পুলিশ কনস্টেবলকে আদালতে হাজির করে পুলিশ। মতিঝিল থানায় দায়ের করা এই মামলায় একদিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে রাখার আবেদন জানান। 

রাজধানীর মতিঝিলে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এপিবিএন সদস্য শিমুল আহমেদকে গত সোমবার সন্ধ্যায় আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ওই দিন রাতেই মামলা হয়। 

ঘটনার বিবরণে জানা যায়, মতিঝিল এজিবি কলোনির একটি বাসায় গত রোববার বেলা ১১টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। কিশোরীর বাবা-মা দুজনই চাকরি করেন। বাসায় তাঁরা না থাকার সুযোগ নেন আসামি। কিশোরীর সঙ্গে ওই পুলিশ কনস্টেবলের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। ওই দিন পুলিশ কনস্টেবল বাসায় এসে ফাঁকা পেয়ে কিশোরীকে ধর্ষণ করেন বলে কিশোরীর বাবা মামলার এজাহারে উল্লেখ করেছেন। 

পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওই কিশোরী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশ কনস্টেবলকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। 

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ