হোম > সারা দেশ > শরীয়তপুর

ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাই, শায়িত হলেন পাশাপাশি কবরে

শরীয়তপুর প্রতিনিধি

দুই ভাই পাশাপাশি কবরে শায়িত। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরে জাহাঙ্গীর শিকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তাঁর ছোট ভাই মোহাম্মদ আলী শিকদার (৪২)। আজ বুধবার ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই গ্রামের নুরুল হক শিকদারের ছেলে। আজ জোহরের নামাজের পর জানাজা শেষে এলাকার এতিমখানা কবরস্থানে দুই ভাইয়ের লাশ পাশাপাশি দাফন করা হয়।

তাঁদের ছোট ভাই কানন শিকদার বলেন, ‘আমরা ছয় ভাই। সবার মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীর ভাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। পরে তাঁর লাশ বাড়ি নিয়ে এসে আলী ভাইকে ফোনে এই খবর দিই। খবর শুনে তিনিও হার্ট অ্যাটাক করে মারা যান।’

কানন শিকদার আরও বলেন, ‘জাহাঙ্গীর ভাই পেশায় একজন বাসচালক ছিলেন। আলী ভাই ছিলেন কোরআনের হাফেজ। তিনি পাশের মাদারীপুরে একটি হাফেজি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।’

এ বিষয়ে শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক ছিল। আমরা ভোরে ওর লাশ বাড়িতে পৌঁছে দিই। কিছুক্ষণ পর জানতে পারি, তাঁর মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার