হোম > সারা দেশ > শরীয়তপুর

ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাই, শায়িত হলেন পাশাপাশি কবরে

শরীয়তপুর প্রতিনিধি

দুই ভাই পাশাপাশি কবরে শায়িত। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরে জাহাঙ্গীর শিকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তাঁর ছোট ভাই মোহাম্মদ আলী শিকদার (৪২)। আজ বুধবার ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই গ্রামের নুরুল হক শিকদারের ছেলে। আজ জোহরের নামাজের পর জানাজা শেষে এলাকার এতিমখানা কবরস্থানে দুই ভাইয়ের লাশ পাশাপাশি দাফন করা হয়।

তাঁদের ছোট ভাই কানন শিকদার বলেন, ‘আমরা ছয় ভাই। সবার মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীর ভাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। পরে তাঁর লাশ বাড়ি নিয়ে এসে আলী ভাইকে ফোনে এই খবর দিই। খবর শুনে তিনিও হার্ট অ্যাটাক করে মারা যান।’

কানন শিকদার আরও বলেন, ‘জাহাঙ্গীর ভাই পেশায় একজন বাসচালক ছিলেন। আলী ভাই ছিলেন কোরআনের হাফেজ। তিনি পাশের মাদারীপুরে একটি হাফেজি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।’

এ বিষয়ে শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক ছিল। আমরা ভোরে ওর লাশ বাড়িতে পৌঁছে দিই। কিছুক্ষণ পর জানতে পারি, তাঁর মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছে।’

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫