হোম > সারা দেশ > শরীয়তপুর

ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাই, শায়িত হলেন পাশাপাশি কবরে

শরীয়তপুর প্রতিনিধি

দুই ভাই পাশাপাশি কবরে শায়িত। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরে জাহাঙ্গীর শিকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তাঁর ছোট ভাই মোহাম্মদ আলী শিকদার (৪২)। আজ বুধবার ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই গ্রামের নুরুল হক শিকদারের ছেলে। আজ জোহরের নামাজের পর জানাজা শেষে এলাকার এতিমখানা কবরস্থানে দুই ভাইয়ের লাশ পাশাপাশি দাফন করা হয়।

তাঁদের ছোট ভাই কানন শিকদার বলেন, ‘আমরা ছয় ভাই। সবার মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীর ভাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। পরে তাঁর লাশ বাড়ি নিয়ে এসে আলী ভাইকে ফোনে এই খবর দিই। খবর শুনে তিনিও হার্ট অ্যাটাক করে মারা যান।’

কানন শিকদার আরও বলেন, ‘জাহাঙ্গীর ভাই পেশায় একজন বাসচালক ছিলেন। আলী ভাই ছিলেন কোরআনের হাফেজ। তিনি পাশের মাদারীপুরে একটি হাফেজি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।’

এ বিষয়ে শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক ছিল। আমরা ভোরে ওর লাশ বাড়িতে পৌঁছে দিই। কিছুক্ষণ পর জানতে পারি, তাঁর মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু