হোম > সারা দেশ > ঢাকা

চিকিৎসার সুযোগ দিন, বিচারে যা হওয়ার হবে: আদালতকে সাবেক রেলমন্ত্রী সুজন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা মামলার আসামি হিসেবে আদালতে রিমান্ড শুনানির সময় সাবেক রেলমন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী নুরুল ইসলাম সুজন আদালতকে বলেছেন, ‘আমি অসুস্থ। চিকিৎসার সুযোগ দেবেন, বিচারে যা হওয়ার হবে।’ আজ মঙ্গলবার তাঁর রিমান্ড আবেদনের শুনানি হয়।

যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয় নুরুল ইসলাম সুজনকে। শুনানির সময় মহানগর হাকিম শাহীন রেজা আসামি নুরুল ইসলাম সুজন কিছু বলবেন কি না জানতে চান।

তখন নূরুল ইসলাম সুজন আদালতকে বলেন, ‘আমি অসুস্থ। হাসপাতালে ভর্তি ছিলাম। অনেকটা জোর করে রিলিজ করিয়ে নিয়ে আসছে। চিকিৎসার সুযোগ করে দেবেন, বিচার যা হওয়ার হবে।’

পরে সাবেক এই মন্ত্রীর পক্ষে অ্যাডভোকেট ফজলুল হক বাবু রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘নুরুল ইসলাম সুজন আমার আপন মামা। তিনিও একজন আইনজীবী। রাজনৈতিক পরিবারের মানুষ। রাজনীতি করেছেন মানুষের সেবার জন্য। তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।’

আইনজীবী আরও বলেন, ‘এ মামলার ৬ নম্বর আসামি নুরুল ইসলাম সুজন। ইতিমধ্যে তিনজন এই মামলায় আগাম জামিন পেয়েছেন। নুরুল ইসলাম সুজনও হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। শুনানির জন্য আজকে ধার্য আছে। এর মধ্যে তাঁকে হাসপাতাল থেকে জোর করে রিলিজ করিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এরপর সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আদালতকে আবার বলেন, ‘নিজ এলাকা পঞ্চগড়ে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। সারা জীবনে এ মামলা ছাড়া আর কোনো মামলা নেই। আমার দল ক্ষমতায় থাকাকালে বিরোধীদের বিরুদ্ধে একটা মামলাও দিইনি। ৩ আগস্ট পর্যন্ত আমি এলাকায় থেকে বাচ্চাদের সাইকেল বিতরণ করেছি। ৪ তারিখ সন্ধ্যায় সৈয়দপুর এয়ারপোর্ট হয়ে ঢাকায় আসি।’

তিনি বলেন, ‘এ মামলায় নাম উল্লেখ ছাড়া আসামিদের কার কী ভূমিকা কিছু উল্লেখ করেনি। দেখবেন বাদী কাউকে চেনে না। বলতেও পারবে না আসামি কারা। আমাদের মতো আইনজীবীরাই আসামিদের নাম লিখে দিয়েছেন।’

পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষ থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা