হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

অভিযুক্ত চার যুবক। তাঁদের গতকাল সোমবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা আটক করলেও পড়ে ছেড়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তাকবির আমান (২৪) মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক। তিনি এবং আরও তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। বাকি তিনজন হলেন তাকবিরের সহযোগী মিনহাজ (২৫), সৈকত (২৪) ও তানবির (২৪)।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৭) একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে বিভিন্ন সময় তাকবির প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে তাঁরা তাকবিরকে সতর্ক করার পাশাপাশি তাঁর অভিভাবকদের জানান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকবির সোমবার বিকেলে মা-বাবার অনুপস্থিতিতে মেয়েটির বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ নিয়ে মেয়েটির বাবাসহ পরিবারের সদস্যরা কৈফিয়ত চাইলে অভিযুক্তরাসহ আরও ৫০-৬০ জন তাঁদের হুমকি দেন। এ সময় চার অভিযুক্তকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তবে মূল কথা হলো, বিষয়টির সত্যতা আমরা জানি না। তবে কোনো ব্যক্তির দায় দল নেবে না। যে ব্যক্তি অপরাধ করবে, তাকে বিচারের আওতায় আনা হবে, এটাই আমাদের চাওয়া। আমরা খোঁজ নিচ্ছি।’ 

যোগাযোগ করা হলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা প্রেমসংক্রান্ত ঘটনা বলে জেনেছি। আমরা তদন্ত করছি। শুনেছি, তারা বিয়ে করার পরিকল্পনা করছিল। ভুক্তভোগীর পরিবার চাইলে মামলা হবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন