হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

অভিযুক্ত চার যুবক। তাঁদের গতকাল সোমবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা আটক করলেও পড়ে ছেড়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তাকবির আমান (২৪) মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক। তিনি এবং আরও তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। বাকি তিনজন হলেন তাকবিরের সহযোগী মিনহাজ (২৫), সৈকত (২৪) ও তানবির (২৪)।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৭) একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে বিভিন্ন সময় তাকবির প্রেমের প্রস্তাব দেন। ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে তাঁরা তাকবিরকে সতর্ক করার পাশাপাশি তাঁর অভিভাবকদের জানান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকবির সোমবার বিকেলে মা-বাবার অনুপস্থিতিতে মেয়েটির বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ নিয়ে মেয়েটির বাবাসহ পরিবারের সদস্যরা কৈফিয়ত চাইলে অভিযুক্তরাসহ আরও ৫০-৬০ জন তাঁদের হুমকি দেন। এ সময় চার অভিযুক্তকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তবে মূল কথা হলো, বিষয়টির সত্যতা আমরা জানি না। তবে কোনো ব্যক্তির দায় দল নেবে না। যে ব্যক্তি অপরাধ করবে, তাকে বিচারের আওতায় আনা হবে, এটাই আমাদের চাওয়া। আমরা খোঁজ নিচ্ছি।’ 

যোগাযোগ করা হলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা প্রেমসংক্রান্ত ঘটনা বলে জেনেছি। আমরা তদন্ত করছি। শুনেছি, তারা বিয়ে করার পরিকল্পনা করছিল। ভুক্তভোগীর পরিবার চাইলে মামলা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়