হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি ১৮ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এতে তিনি ছাড়াও ১৮ সাংবাদিকসহ মোট ১১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর মামলাটি করেছেন পুরান ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা আবদুল রাজ্জাক। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আজ শুক্রবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে ১৩৯টি মামলার তথ্য পাওয়া গেছে। 

যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলা সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ‘এ মামলায় অজ্ঞাতনামা ৬০-৭০ জন পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০-২০০ অস্ত্রধারীকেও আসামি করা হয়েছে।’ 

মামলায় আসামির তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

আর সাংবাদিকদের মধ্যে রয়েছেন- বাংলা টিভির নজরুল কবির, নিউজ-২৪ এর রাহুল রাহা, ডিবিসির মঞ্জুরুল ইসলাম, কালের কণ্ঠের হায়দার আলী, দৈনিক কালবেলার আজমল হক ফরাজী, বাসসের স্বপন বসু, ভোরের কাগজের ইখতিয়ার উদ্দিন, যায়যায় দিনের অরুন কুমার দে, বাংলা ইনসাইডারের সৈয়দ বোরহান কবির, ডিইউজের নেতা খায়রুল আলম, ইউএনবির করিম ওয়াহিদ, নিউজ-২৪ এর আশিকুর রহমান শ্রাবণ, ডিইউজের নেতা সোহেল হায়দার চৌধুরী, মুখপাত্রের সম্পাদক শেখ মুহম্মদ জামাল হোসাইন, কালের কণ্ঠের সামনুনুল আলম তুষার, নিউজ-২৪ এর জয়দেব দাস, সমকালের নির্বাহী সম্পাদক শরিফুল ইসলাম, ডিবিসির জায়েদুল আহসান পিন্টু প্রমুখ।
 
এর আগেও যাত্রাবাড়ী থানাতে দায়ের হওয়া আরেকটি হত্যা মামলায় ঢাকার বেশ কয়েকজন সাংবাদিককে আসামি করা হয়েছিল।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু