হোম > সারা দেশ > ঢাকা

আসল পিস্তল কি না—জানতে চাওয়ায় গুলি, নিজেই হাসপাতালে নিলেন গুলিবিদ্ধকে

মুন্সিগঞ্জ প্রতিনিধি

গুলিবিদ্ধ শান্ত রাজবংশী। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথিত মাদক কারবারির গুলিতে শান্ত রাজবংশী (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঘড়া বাজারসংলগ্ন ইকবালের কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন কাঠমিস্ত্রি শান্ত রাজবংশী। এ সময় পশ্চিম বাঘড়া এলাকার মো. ইয়াছিন (১৮) নামের এক যুবক পিস্তল নিয়ে সেখানে আসেন এবং উপস্থিত ব্যক্তিদের ভয় দেখাতে থাকেন। শান্ত পিস্তলটি আসল কি না—জানতে চাইলে ইয়াছিন সেটি প্রমাণ করতে গিয়ে অসাবধানতাবশত গুলি চালিয়ে ফেলেন। গুলিটি সরাসরি শান্তর পায়ে বিদ্ধ হয়।

এ সময় দোকানে থাকা অপর দুই কাঠমিস্ত্রি সুজন (২৪) ও রাব্বি (১৮) ঘটনা প্রত্যক্ষ করেন। পরে ইয়াছিন নিজেই আহত শান্তকে নিয়ে দ্রুত ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শান্তর পা থেকে গুলি অপসারণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ইয়াছিন আগে কাঠমিস্ত্রির কাজ করলেও বিগত দুই বছর ধরে তিনি এলাকায় আলোচিত মাদক কারবারি জসিম বাহিনীর হয়ে কাজ করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইয়াছিনসহ একাধিক যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অস্ত্র সন্ত্রাসে জড়িত থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ঘটনার খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অস্ত্র উদ্ধারে অভিযান ও অন্যান্য আইনি কার্যক্রম চালানো হচ্ছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ