হোম > সারা দেশ > ঢাকা

কোরীয় কনসার্টে বাংলাদেশি তরুণদের উচ্ছ্বাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে কোরীয় মিউজিক কনসার্ট। কোরীয় কনসার্টে বাংলাদেশি তরুণদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীতে শুরু হয় কোরীয় কনসার্ট। 

বাংলা ও কোরীয় ভাষার পৃথক পৃথক গানে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত দুই দেশের দর্শকেরা। কোরীয় ভাষা না বুঝলেও ভিনদেশি গানের সঙ্গে গলা মেলাতে দেখা যায় বাংলাভাষী অনেক তরুণ-তরুণীকে। 

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জুনাইদ হাবিব বলেন, ‘কোরিয়ার ভাষা ও সংস্কৃতির সঙ্গে আমরা তেমন পরিচিত না। তাই কৌতূহল থেকে কনসার্টে অংশ নিয়েছি।’ 

কনসার্টে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী শিমরান শিমু বলেন, ‘কোরীয় গানের অর্থ না বুঝলেও, ড্যান্সটা খুব ভালো লাগে। তাদের পোশাকেও নান্দনিকতা রয়েছে।’ 

কনসার্টে সাত সদস্যের সমন্বয়ে গঠিত কোরীয় ফিউশন মিউজিক ব্যান্ড ‘ই-সাং’ আধুনিক ফিউশন শৈলীতে কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগানের লাইভ পারফরম্যান্স উপস্থাপন করেছে। ঐতিহ্যবাহী কোরীয় মিউজিক ইনস্ট্রুমেন্ট যেমন: গেজিয়াম, জাংগু (ড্রমি) এবং তাপেইয়ংসোর (বাঁশি) পাশাপাশি বেস গিটার, কিবোর্ড পিয়ানো এবং ড্রামের মতো পশ্চিমা যন্ত্রগুলো তাদের পারফরম্যান্সের সময় ব্যবহার করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি মেয়র বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কোরিয়ার সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের অনেক শ্রমিক কোরিয়াতে কাজ করে, তারা দেশের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোরিয়ার অনেক উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগ করছে। এছাড়া কোরিয়া বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার।’ 

এই কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হবে বলে জানান ডিএনসিসির মেয়র। এ সময় বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন উপস্থিত ছিলেন। 

আয়োজকেরা জানিয়েছেন, ২০২০ সালের কোভিড মহামারির প্রাদুর্ভাবের পর দূতাবাসের আয়োজনে ঢাকায় এটিই বহিরঙ্গন সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস