হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘শাকিব খান’-এর ওজন ৩১ মণ

প্রতিনিধি, বাসাইল (টাঙ্গাইল)

বাসাইলের তরুণ উদ্যোক্তা জিসানের খামারে আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত ছয়টি ষাঁড়। এর মধ্যে ৩১ মণ ওজনের শাকিব খানের দাম হাঁকা হচ্ছে ১৩ লাখ টাকা।

শান্ত প্রকৃতি ও সাদা রঙের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির নাম রাখা হয়েছে শাকিব খান। খামারে জন্মের পর এর মালিক ভালোবেসেই এমন নাম রাখেন। ষাঁড়টি লম্বায় সাত ফুট। ওজন প্রায় ৩১ মণ। বয়স দুই বছর সাত মাস। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য এটি প্রস্তুত করা হয়েছে।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামে জিসানের বাড়ি। তাঁর খামারে লালিত–পালিত এই শাকিব খান। এটিই উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবি তাঁর। 
জানা যায়, দুই বছর সাত মাস আগে তরুণ উদ্যোক্তা জিসানের খামারেই জন্ম হয় শাকিব খানের। জন্মের পর থেকেই দেশীয় স্বাস্থ্যসম্মত খাবার খাইয়ে লালন-পালন করা হচ্ছে তাকে। দানবাকৃতির এই শাকিব খানকে দেখতে প্রায় প্রতিদিনই উৎসুক জনতা ভিড় করছে জিসানের খামারে। এর মধ্যে ক্রেতারাও আসছেন ষাঁড়টি কিনতে। জিসান ষাঁড়টির দাম হাঁকছেন ১৩ লাখ টাকা।

জোবায়ের ইসলাম জিসান বলেন, ‘ষাঁড়টির রং সাদা। খুবই শান্ত প্রকৃতির। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পরামর্শে সম্পূর্ণ দেশীয় খাবার খাওয়ানো হয়েছে। ক্ষতিকর কোনো ওষুধ কিংবা বিকল্প খাবার ছাড়াই ষাঁড়টির ওজন প্রায় ৩১ মণ। এর দাম চাইছি ১৩ লাখ টাকা।’

জিসান আরও বলেন, ২০১৭ সালের শেষের দিকে খামার শুরু করি। বর্তমানে খামারে ২৫টি গরু রয়েছে। এর মধ্যে ছয়টি ষাঁড় এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। খামারে শাকিব খান ছাড়াও প্রায় একই ওজনের রয়েছে আরও একটি ষাঁড়। এর নাম রাখা হয়েছে ডিপজল। এর গায়ের রং কালো।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রৌশনী আকতার বলেন, ‘জিসানের খামারে দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টিকে লালন-পালন করা হচ্ছে। আমরা ষাঁড়টিকে নিয়মিত দেখাশোনা করছি। উপজেলায় এই ষাঁড়ই সবচেয়ে বড়।’ 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’