হোম > সারা দেশ > রাজবাড়ী

যৌনপল্লিতে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পঞ্চাশোর্ধ ওই ব্যবসায়ী রাজধানী ঢাকার ওয়ারি এলাকার বাসিন্দা। পেশায় একজন ইলেকট্রনিক ব্যবসায়ী। আজ শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে। 

পুলিশ ও যৌনপল্লি সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ভোর ৪টার দিকে যৌন উত্তেজক ওষুধ খেয়ে পল্লির আনোয়ারা বাড়িওয়ালার ভাড়াটিয়া এক যৌনকর্মীর (২৫) ঘরে প্রবেশ করেন। সেখানে রক্তচাপ বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় ভোর ৫টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মৃতের স্বজনেরা আজ শুক্রবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় আসেন। 

থানায় আলাপকালে ব্যবসায়ীর স্ত্রী জানান, তার স্বামী হৃদরোগ আক্রান্ত। তাঁর রিং পরানো রয়েছে। কিছুদিন আগে অসুস্থ হয়ে সিসিইউতে চার দিন ভর্তি ছিলেন। তবে তিনি মাঝেমধ্যেই ব্যবসার কাজের কথা বলে রাতে বাড়িতে ফিরতেন না। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, আমাদের ধারণা, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তিনি মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি পল্লিতে এ ধরনের আরও কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা