হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযানে হামলা, আহত ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতাসের এক কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী মো. শাকিল মন্ডল বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছিল। এতে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। 

এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

অভিযানে ওই এলাকার প্রায় সাড়ে ৬০০ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয়। কিন্তু দুপুর ১২টার দিকে ওই এলাকার প্রায় ৩০-৩৫ জনের স্থানীয় একটি দল লাঠিসোঁটা, লোহার পাইপ নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় এক কর্মকর্তা ও ৭ শ্রমিক আহত হয়। 

আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় হামলাকারীরা একটি জেনারেটর মেশিন, সংযোগ বিচ্ছিন্নের যন্ত্রাংশ, কোদাল ও উত্তোলিত গ্যাস পাইপ লুট করে নিয়ে যায়। হামলার খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর যৌথবাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে