হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযানে হামলা, আহত ৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতাসের এক কর্মকর্তাসহ ৮ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিডেট কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী মো. শাকিল মন্ডল বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছিল। এতে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। 

এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

অভিযানে ওই এলাকার প্রায় সাড়ে ৬০০ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয়। কিন্তু দুপুর ১২টার দিকে ওই এলাকার প্রায় ৩০-৩৫ জনের স্থানীয় একটি দল লাঠিসোঁটা, লোহার পাইপ নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় এক কর্মকর্তা ও ৭ শ্রমিক আহত হয়। 

আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় হামলাকারীরা একটি জেনারেটর মেশিন, সংযোগ বিচ্ছিন্নের যন্ত্রাংশ, কোদাল ও উত্তোলিত গ্যাস পাইপ লুট করে নিয়ে যায়। হামলার খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর যৌথবাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ