হোম > সারা দেশ > ঢাকা

পেঁয়াজচাষির আত্মহত্যা: কারণ অনুসন্ধানে সরেজমিনে খানি, পরিবারের পাশে প্রশাসন

আজকের পত্রিকা ডেস্ক­

পেঁয়াজচাষি সাইফুল শেখের পরিবারের সঙ্গে দেখা করেন ইউএনও এবং খানির প্রতিনিধি দল। ছবি: বিজ্ঞপ্তি

মেহেরপুরে পেঁয়াজচাষি সাইফুল শেখ আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে সরেজমিনে তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি)। আজ বৃহস্পতিবার খানির প্রতিনিধিদল এবং মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল চাষি সাইফুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিনসহ উপজেলা সমাজসেবা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুধবার খানির সদস্য সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কৃষি গবেষক, লেখক ও সাংবাদিকেরা কৃষক সাইফুল শেখের পরিবার, অন্যান্য কৃষক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন।

তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল খানির পরিদর্শক দলকে সঙ্গে নিয়ে কৃষক সাইফুল শেখের পরিবারের সঙ্গে দেখা করেন।

এ সময় ইউএনও পলাশ মণ্ডল উপজেলা সমাজকল্যাণ তহবিল থেকে শোকাহত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। এ ছাড়া, বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠান আশার মাধ্যমে কৃষক সাইফুলের ঋণ মওকুফের ব্যবস্থা, ভুক্তভোগীর মেয়ের জন্য শিক্ষাবৃত্তি এবং ভিজিএফের আওতায় মাসিক ৩০ কেজি করে চাল সরবরাহের প্রতিশ্রুতি দেন ইউএনও।

বর্গাচাষি সাইফুলের পরিবারকে কৃষিকাজ চালিয়ে নিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় বীজ ও সার সরবরাহের আশ্বাসও দিয়েছেন ইউএনও।

পরিবারের সদস্যদের ইউএনও বলেন, 'যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা পোষাতে না পারলেও আপনাদের প্রয়োজনে আমরা সবাই পাশে আছি।' এ সময় কৃষক সাইফুল শেখের ঘটনাটি সরকারের নজরে আনতে সহায়তা করায় খানির প্রশংসা করেন।

খানি সহসভাপতি রেজাউল করিম সিদ্দিকী বলেন, খানি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রণয়নের জন্য কাজ করছে।

খানি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেটওয়ার্কটির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিকী, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চের নির্বাহী প্রধান গৌরাঙ্গ নন্দী, ইনসিডিন বাংলাদেশের মুশফিক সাব্বির, লেখক ও গবেষক পাভেল পার্থ, অ্যাকশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, আজকের পত্রিকার সাংবাদিক সাইফুল মাসুম, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক—প্রানের প্রোগ্রাম কোঅর্ডিনেটর উম্মে সালমা প্রমুখ।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে