হোম > সারা দেশ > ঢাকা

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চাকরির আবেদনে ৩৫ প্রত্যাশীদের অবস্থান, টিয়ার শেল নিক্ষেপ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি চাকরি আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের (যমুনা) সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পাঁচটি টিয়ারগ্যাস ও দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ সোমবার বেলা ১টার দিকে রাজধানীর মিন্টু রোডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বেলা আড়াইটা পর্যন্ত আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বেলা ২টার দিকে আলোচনার জন্য চার সদস্যদের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে বলে জানায় আন্দোলনকারীরা।

সরেজমিন দেখা গেছে, প্রায় তিন শতাধিক আন্দোলনরত শিক্ষার্থী চাকরিতে প্রবেশসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলন করছেন। শুধু তাই নয় আজই তাঁরা এ বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় আন্দোলনকারীদের চারদিকে পর্যাপ্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেডে দুজন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে।

দেলোয়ার হোসেন সম্রাট নামের এক আন্দোলনকারী বলেন, ‘শাহবাগ থেকে মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে যমুনার সামনে আসি। আসার পরপরই পুলিশ কয়েকটি টিয়ারশেল মারে। এতে আমাদের কয়েকজন আহতও হয়েছে। তারপর থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করে আন্দোলন করছি।’

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে