মানিকগঞ্জের ঘিওরে অসুস্থ গরু জবাই করায় এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার গোলাপনগর এলাকায় অসুস্থ গরুর জবাই করে মাংস বিক্রির প্রস্তুতিকালে তাঁকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত মো. শফিকুল ইসলাম (৪৫) গোলাপনগর এলাকার বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহছেন উদ্দিন। তিনি জানান, অসুস্থ গরু জবাই করার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই অসাধু মাংস ব্যবসায়ীকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় হয়েছে।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্বতী পালসহ ঘিওর থানার কয়েক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।