হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে এক যুবকের বিরুদ্ধে সুশীল রাজবংশী (৪০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।

নিহত সুশীল রাজবংশী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার রণজিৎ রাজবংশীর ছেলে। সুশীল একটি মোটর গ্যারেজে কাজ করতেন।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানিয়েছেন।

নিহত সুশীলের স্ত্রী বিউটি রাজবংশী বলেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে মধ্যপাড়া মন্দিরের পাশে বৃদ্ধ এক ব্যক্তির সঙ্গে তর্কবিতর্ক করছিলেন প্রতিবেশী গণেশ। বিষয়টি দেখতে পেয়ে আমার স্বামী এর প্রতিবাদ করেন। তাতে ক্ষুব্ধ হয়ে গণেশ ছুরি দিয়ে আমার স্বামীকে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

বিউটি রাজবংশী আরও বলেন, ‘আমার স্বামীর দৈনিক আয়ের ওপরেই আমাদের সংসার চলত। এখন আমরা বড় অসহায় হয়ে পড়লাম। একমাত্র শিশুপুত্রকে নিয়ে কীভাবে চলব, ভেবে কূল পাচ্ছি না।’

এই গৃহবধূ বলেন, ‘গণেশের সঙ্গে আমার স্বামী বা আমার পরিবারের কোনো শত্রুতা ছিল না। একজন মুরুব্বির সঙ্গে বেয়াদবি করার প্রতিবাদ করায় তাঁকে মরতে হলো।’

এ বিষয়ে জানতে চাইলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির আজকের পত্রিকাকে বলেন, সম্ভবত পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে সুশীল রাজবংশীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গণেশ নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন