হোম > সারা দেশ > ঢাকা

মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন: মা ও ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় প্রিয়াংকা বাড়ৈ (৩২) ও তাঁর ৫ বছরের শিশুসন্তান অরূপ বৌদ্ধ মারা গেছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা যান প্রিয়াংকা এবং রাত ১০টার দিকে মারা যান অরূপ বৌদ্ধ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

ডা. এস এম আইউব হোসেন জানান, সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুসন্তান ও তাঁর মা মারা গেছেন। শিশু অরূপের ৬৭ শতাংশ ও প্রিয়াংকার ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া বর্তমানে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে সুধাংশু বৌদ্ধ এবং ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর শাশুড়ি শেফালি রাণী বাড়ৈ চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বর গলির ৩৭ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, তাঁর বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোনজামাইয়ের পেটব্যথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে ঢাকায় আসেন। 

পলাশ বাড়ৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্নাঘরে যান। গ্যাসের চুলা চালু করে দেশলাই জ্বালাতেই রান্নাঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তাঁরা চারজনই দগ্ধ হন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট