হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে হামলার ৪ দিন পর মেকানিকের মৃত্যু, আসামি অধরা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের হামলায় আহত মোটর মেকানিক মো. ফিরোজ মিয়ার (৫৫) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছেন। আজ শনিবার দুপুরে ঢাকার গুলশানের একটি প্রাইভেট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে, গত ১২ মার্চ মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। 

নিহত ফিরোজ মিয়া উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামের মৃত হেলাল উদ্দিন ওরফে কড়া মিয়ার ছেলে। ফিরোজ মিয়া স্থানীয় বাজারে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা ও মেকানিকের কাজ করতেন। 

স্বজনদের সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ মঙ্গলবার রাতে সাধারচর ইউনিয়নের বন্যার বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন ফিরোজ মিয়া। ফেরার পথে বাজারের তাতারকান্দী নতুন মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার মৃত্যু হলো তাঁর। 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফিরোজ মিয়ার ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তাঁর স্ত্রী পারভীন বেগম মামলা করেছেন। আমরা এখনো তাঁদের শনাক্ত করতে পারিনি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। আজকে সাংবাদ পেয়েছি, ফিরোজ মিয়া মারা গেছেন। এটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে।’

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১