হোম > সারা দেশ > ঢাকা

‘প্রেসক্লাবে সরস্বতী পূজা উদ্‌যাপন অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ’

নিজস্ব প্রতিবেদক ঢাকা

পূজা উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব হরলাল রায় সাগর বলেছেন, ‘জাতীয় প্রেসক্লাব সারা দেশের সাংবাদিকদের একটি গর্বিত প্রতিষ্ঠান। প্রথমবারের মতো এখানে সরস্বতী পূজা উদ্‌যাপন হচ্ছে, যা এই প্রতিষ্ঠানের অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে বিষয়টি সারা দেশের মানুষের সামনে তুলে ধরা হচ্ছে।’

আজ শনিবার সরস্বতী পূজা উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাবে পূজা দিতে আসা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সেবিকা রানী বলেন, ‘প্রেসক্লাবের ইতিহাসে আমরা এই প্রথম পূজা দিচ্ছি। দেবী সরস্বতীকে আমরা মানি বিদ্যা ও সংগীতের দেবী হিসেবে। সত্যিকার অর্থেই আমাদের খুব ভালো লাগছে, আনন্দ লাগছে সম্মিলিতভাবে প্রেসক্লাবে এই পূজা করতে পেরে।’

রাজধানীর মোহাম্মদপুর থেকে পূজা দিতে আসা ১০ বছর বয়সী শিশু পিযুষ পোদ্দার প্রথমবার প্রেসক্লাবে পূজা দিতে এসেছে। দেবীর চরণে অঞ্জলি দিয়ে তার ভালো লাগছে। বছরজুড়ে যেন পড়াশোনা ভালো হয়, দেবীর কাছে সেই প্রার্থনা করে পিযুষ।

পূজা-অর্চনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরস্বতী পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র বাদলসহ পূজা দিতে আসা সনাতন ধর্মাবলম্বীরা।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ