হোম > সারা দেশ > ঢাকা

‘প্রেসক্লাবে সরস্বতী পূজা উদ্‌যাপন অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ’

নিজস্ব প্রতিবেদক ঢাকা

পূজা উদ্‌যাপন পরিষদের সদস্যসচিব হরলাল রায় সাগর বলেছেন, ‘জাতীয় প্রেসক্লাব সারা দেশের সাংবাদিকদের একটি গর্বিত প্রতিষ্ঠান। প্রথমবারের মতো এখানে সরস্বতী পূজা উদ্‌যাপন হচ্ছে, যা এই প্রতিষ্ঠানের অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। এর মাধ্যমে বিষয়টি সারা দেশের মানুষের সামনে তুলে ধরা হচ্ছে।’

আজ শনিবার সরস্বতী পূজা উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাবে পূজা দিতে আসা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সেবিকা রানী বলেন, ‘প্রেসক্লাবের ইতিহাসে আমরা এই প্রথম পূজা দিচ্ছি। দেবী সরস্বতীকে আমরা মানি বিদ্যা ও সংগীতের দেবী হিসেবে। সত্যিকার অর্থেই আমাদের খুব ভালো লাগছে, আনন্দ লাগছে সম্মিলিতভাবে প্রেসক্লাবে এই পূজা করতে পেরে।’

রাজধানীর মোহাম্মদপুর থেকে পূজা দিতে আসা ১০ বছর বয়সী শিশু পিযুষ পোদ্দার প্রথমবার প্রেসক্লাবে পূজা দিতে এসেছে। দেবীর চরণে অঞ্জলি দিয়ে তার ভালো লাগছে। বছরজুড়ে যেন পড়াশোনা ভালো হয়, দেবীর কাছে সেই প্রার্থনা করে পিযুষ।

পূজা-অর্চনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরস্বতী পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র বাদলসহ পূজা দিতে আসা সনাতন ধর্মাবলম্বীরা।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে