বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষদের উদ্ধার তৎপরতা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।
খন্দকার মুনিফ তকি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় সিলেট সুনামগঞ্জে বন্যাকবলিত পানিবন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি খাদ্য ও বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ করছেন কোস্ট গার্ড সদস্যরা।
তকি জানান, পানিবন্দী লোকজনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে কোস্ট গার্ডের ৯টি নৌযানসহ একাধিক ডুবুরি।
এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের সহায়তা পেতে দুটি ফোন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো-০১৭৬৯ ৪৪৪১৩৫,০১৭৬৯ ৪৪১২০০। এই নম্বরে ফোন করে বন্যার্তরা উদ্ধার ও ত্রাণসামগ্রী সহায়তা পাবেন বলে জানান মিডিয়া কর্মকর্তা।