হোম > সারা দেশ > ঢাকা

বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষদের উদ্ধার তৎপরতা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

খন্দকার মুনিফ তকি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় সিলেট সুনামগঞ্জে বন্যাকবলিত পানিবন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি খাদ্য ও বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ করছেন কোস্ট গার্ড সদস্যরা।

তকি জানান, পানিবন্দী লোকজনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে কোস্ট গার্ডের ৯টি নৌযানসহ একাধিক ডুবুরি। 

এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের সহায়তা পেতে দুটি ফোন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো-০১৭৬৯ ৪৪৪১৩৫,০১৭৬৯ ৪৪১২০০। এই নম্বরে ফোন করে বন্যার্তরা উদ্ধার ও ত্রাণসামগ্রী সহায়তা পাবেন বলে জানান মিডিয়া কর্মকর্তা।

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন