হোম > সারা দেশ > নরসিংদী

প্রায় ১০ ফুট দূরে বিষের বোতল, নদীতে ভাসছে অজ্ঞাত মরদেহ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মেঘনার তীরে পরে ছিল বিষের বোতল। এর প্রায় ১০ ফুট দূরে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হয় অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ। যুবকের দুই হাতে তাজা মেহেদির রং লেগে রয়েছে। ওই যুবকের পরনে জিনস প্যান্ট ও কালো রঙের শার্ট ছিল। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ভাসমান ওই মরদেহের প্রায় ১০ ফুট দূরত্বে মেঘনা পাড়ে এক জোড়া জুতা ও একটি খালি বিষের বোতল পরে থাকতে দেখা যায়। পরে নৌ–পুলিশ ও রায়পুরা থানা–পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সঙ্গে ওসব আলামত উদ্ধার করে। মেঘনা পাড়ের আশপাশের কয়েক গ্রামের মানুষসহ পুলিশ ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নৌ ও থানা–পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন