হোম > সারা দেশ > নরসিংদী

প্রায় ১০ ফুট দূরে বিষের বোতল, নদীতে ভাসছে অজ্ঞাত মরদেহ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মেঘনার তীরে পরে ছিল বিষের বোতল। এর প্রায় ১০ ফুট দূরে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হয় অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ। যুবকের দুই হাতে তাজা মেহেদির রং লেগে রয়েছে। ওই যুবকের পরনে জিনস প্যান্ট ও কালো রঙের শার্ট ছিল। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ভাসমান ওই মরদেহের প্রায় ১০ ফুট দূরত্বে মেঘনা পাড়ে এক জোড়া জুতা ও একটি খালি বিষের বোতল পরে থাকতে দেখা যায়। পরে নৌ–পুলিশ ও রায়পুরা থানা–পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের সঙ্গে ওসব আলামত উদ্ধার করে। মেঘনা পাড়ের আশপাশের কয়েক গ্রামের মানুষসহ পুলিশ ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নৌ ও থানা–পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট