হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির ১০ নেতা-কর্মীর পাঁচ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মো. আমিরুল ইসলাম এই রায় দেন।
 
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সুমন চন্দ্র, মো. জসিম, মো. আমিনুল ইসলাম, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহিদ, মহসিন ও লিটন।
 
আসামিদের মধ্যে ৫ জন পলাতক রয়েছেন। রায়ের পর আদালতে উপস্থিত ৫ জনকে কারাগারে পাঠানো হয়। রায়ে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।
 
২০১৩ সালের বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা এই মামলায় সাজা পাওয়া প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও তিন মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
 
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর করিমা আক্তার।
 
ঘটনার বিবরণে জানা যায়, ২০১২ সালে বিএনপি-জামায়াত আহূত হরতাল চলাকালে ভাষানটেক থানা এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকার ত্রাস সৃষ্টি করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরে তদন্ত করে ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন