হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির ১০ নেতা-কর্মীর পাঁচ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ১০ নেতা-কর্মীকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মো. আমিরুল ইসলাম এই রায় দেন।
 
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সুমন চন্দ্র, মো. জসিম, মো. আমিনুল ইসলাম, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহিদ, মহসিন ও লিটন।
 
আসামিদের মধ্যে ৫ জন পলাতক রয়েছেন। রায়ের পর আদালতে উপস্থিত ৫ জনকে কারাগারে পাঠানো হয়। রায়ে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।
 
২০১৩ সালের বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা এই মামলায় সাজা পাওয়া প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে আরও তিন মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
 
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর করিমা আক্তার।
 
ঘটনার বিবরণে জানা যায়, ২০১২ সালে বিএনপি-জামায়াত আহূত হরতাল চলাকালে ভাষানটেক থানা এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকার ত্রাস সৃষ্টি করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরে তদন্ত করে ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট