হোম > সারা দেশ > ঢাকা

৮ কোটি টাকা মূল্যের জায়গা উদ্ধার করল দক্ষিণ সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরান ঢাকার বংশালে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১২ কাঠা জায়গা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ সোমবার রাজধানীর বংশালের মাজেদ সরদার রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ জায়গা উদ্ধার করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশেই এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় বাজার মূল্যে এখানকার প্রতি কাঠা জায়গার দাম ৫০ থেকে ৬০ লাখ টাকা। সে হিসাবে এই ১২ কাঠা জায়গার দাম ৬ থেকে ৮ কোটি টাকা হবে। যারা জায়গাটি দখল করে ছিল, নোটিশ পেয়ে তারা আগেই তাদের মালামাল সরিয়ে নিয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালাতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। ২ দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শেষ করতে পারব বলে আশা করছি।

মো. মনিরুজ্জামান আরও বলেন, জায়গাটি উদ্ধার করে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। পরে তারা এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।

৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মানিক জানান, এখানে একটি এনজিওর স্কুল ছিল। তারা এক বছর আগে চলে গিয়েছিল। পরে স্থানীয় কিছু গরিব মানুষ এখানে বাজার বসিয়েছিল, গরিব মানুষরাই এখানে বাজার করত। এ ছাড়া এক পাশে আশার আলো সমাজ কল্যাণ সংগঠন নামে একটি ক্লাবের কার্যক্রম ছিল। এটি উচ্ছেদ করায় ভালো হয়েছে।

তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই জায়গায় অবৈধ পলিথিন কারখানাও ছিল।

এ সময় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন, আনসার সদস্যরাসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট