হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গত শনিবার রাতে এ মামলা করেছেন।

সিরাজদিখান থানায় মামলা দায়েরকৃত এ মামলার প্রধান আসামি হলেন—উপজেলার বালুচর বাজার বণিক সমিতির সভাপতি আমির হোসেন কসাই। এ ছাড়া আরও ১৭ জনকে এজাহার নামীয় ও আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার নামীয় অন্য আসামিরা হলেন—বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে মাসুম, ইসলাম মুনশির ছেলে রুবেল, মৃত ধলু কসাইয়ের ছেলে আলতাফ হোসেন ওরফে আলতু, আলতাফ হোসেন আলতুর ছেলে মেহেদী হাসান, মৃত আবদুল মালেকের ছেলে মনির, মোয়াজ্জেমের ছেলে সৈয়দ মুরশিদ, ইসলাম মুনশির ছেলে ফারুক মুনশি, মৃত আরশদের ছেলে ফারুক, নুরু বাউলের দুই ছেলে মিঠুন বাউল ও লিটন বাউল, মৃত রাজ্জাক বাউলের ছেলে নুরু বাউল, মৃত সাইজুদ্দিনের ছেলে মোয়াজ্জেম, খাসমহল বালুরচর গ্রামের মৃত তমিজ উদ্দিনের দুই ছেলে শুকুর আলী মাদবর ও বিল্লাল মাদবর, মৃত আব্দুল গনি (ওসমান গনি) ছেলে মোস্তফা ও মৃত আলী হোসেনের ছেলে হেলাল উদ্দিন ওরফে জাসেম।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সিগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার আসামি বালুচর বাজার বণিক সমিতির সভাপতি আমির হোসেন কসাইকে গ্রেপ্তারে গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এদিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বালুচর বাজারের হাজী ফার্মেসি অ্যান্ড ডেন্টাল কেয়ার নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামি আমির হোসেনকে আটক করে ডিবি পুলিশ।

এ সময় ডিবি পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি আমির হোসেন কসাইকে তাঁর লোকজন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কাদের ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আসামি আমির হোসেন কসাইকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তাঁর লোকজন। এ সময় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

এদিকে আসামি আমির হোসেন কসাইকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি প্রথমে এড়িয়ে যান মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল। তবে দায়েরকৃত মামলায় পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আঘাত ও পিটিয়ে আহত করার ধারার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন শাখাটির এসআই মো. রফিকুল ইসলাম।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজদিখান থানায় মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন