হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল আবাসিক হোটেল থেকে জিতেন্দর দেবনাথ (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন বলেন, ‘দুপুরে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ফকিরাপুল আবাসিক হোটেলের ১৪ তলার ১৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় কক্ষটি খোলা অবস্থায় ছিল এবং মরদেহটি বিছানায় পড়ে ছিল।’ 

তিনি আরও বলেন, ‘দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাঁকে ডাকতে গিয়ে দেখে দরজা খোলা এবং বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হয়। দুই দিন আগে হোটেলে উঠেছিলেন ওই বৃদ্ধ। গতকাল সকালে বন্ধু খলিলুর রহমানকে ফোন দিয়ে বলেছিলেন, তাঁর খুব জ্বর এসেছে। পরে আজকে মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

এসআই আরও বলেন, জিতেন্দর দেবনাথের বাড়ি বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামে। বাড়ির লোকজনের সঙ্গে রাগারাগি করে যাযাবরের মতো ঘুরে বেড়াতেন। গ্রামে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার