হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিলে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল আবাসিক হোটেল থেকে জিতেন্দর দেবনাথ (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন বলেন, ‘দুপুরে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ফকিরাপুল আবাসিক হোটেলের ১৪ তলার ১৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করি। এ সময় কক্ষটি খোলা অবস্থায় ছিল এবং মরদেহটি বিছানায় পড়ে ছিল।’ 

তিনি আরও বলেন, ‘দুপুরে হোটেল কর্তৃপক্ষ তাঁকে ডাকতে গিয়ে দেখে দরজা খোলা এবং বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। পরে থানায় খবর দেওয়া হয়। দুই দিন আগে হোটেলে উঠেছিলেন ওই বৃদ্ধ। গতকাল সকালে বন্ধু খলিলুর রহমানকে ফোন দিয়ে বলেছিলেন, তাঁর খুব জ্বর এসেছে। পরে আজকে মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

এসআই আরও বলেন, জিতেন্দর দেবনাথের বাড়ি বগুড়া সদর উপজেলার ভাটকান্দি গ্রামে। বাড়ির লোকজনের সঙ্গে রাগারাগি করে যাযাবরের মতো ঘুরে বেড়াতেন। গ্রামে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন