সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে একটি নীতিমালা করতেও নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।
আজ রোববার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী এই রিট করেন। তিন আইনজীবী হলেন মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ। বাণিজ্যসচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৩ মার্চ) সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন তিনজন আইনজীবী। তখন আদালত আইনজীবীদের যথাযথ প্রক্রিয়ায় রিট করার পরামর্শ দেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মনির হোসেন।