হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে তাপপ্রবাহে কাঁপতে কাঁপতে মারা গেলেন রিকশাচালক

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে তাপপ্রবাহের মধ্যে আব্দুল আওয়াল (৪৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। আজ সোমবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা নার্সিং কলেজের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বসাক আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে ওই রিকশাচালককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি রিকশা চালিয়ে নার্সিং কলেজের পেছনের রাস্তায় এসে কাঁপতে কাঁপতে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিলে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার বলেন, ‘এক রিকশাচালককে মৃত অবস্থায় পেয়েছি। তবে তাঁর মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।’

হাসপাতালে মৃত আওয়ালের রিকশার মালিক মহিবুল আলম বলেন, ‘আওয়ালের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহগ্রামে। বাবার নাম আজম আলী। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকায় থাকতেন এবং আমার শনির আখড়া গ্যারেজের রিকশা চালাতেন।’

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল