হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে তাপপ্রবাহে কাঁপতে কাঁপতে মারা গেলেন রিকশাচালক

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে তাপপ্রবাহের মধ্যে আব্দুল আওয়াল (৪৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। আজ সোমবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা নার্সিং কলেজের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বসাক আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে ওই রিকশাচালককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি রিকশা চালিয়ে নার্সিং কলেজের পেছনের রাস্তায় এসে কাঁপতে কাঁপতে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিলে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার বলেন, ‘এক রিকশাচালককে মৃত অবস্থায় পেয়েছি। তবে তাঁর মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।’

হাসপাতালে মৃত আওয়ালের রিকশার মালিক মহিবুল আলম বলেন, ‘আওয়ালের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহগ্রামে। বাবার নাম আজম আলী। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকায় থাকতেন এবং আমার শনির আখড়া গ্যারেজের রিকশা চালাতেন।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট