হোম > সারা দেশ > ঢাকা

দেশে লকডাউনের চিন্তাভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘দেশে লকডাউনের চিন্তাভাবনা নেই। তবে দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি গণপরিবহনে ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে।’
 
আজ রোববার দুপুরে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণের করোনা টিকার বুস্টার ডোজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব এ কথা বলেন।
 
বিদেশে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিদেশে যাওয়া আসার বিষয়ে আমরা সকলকেই নিরুৎসাহিত করছি। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।’
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভালো জিনিস হচ্ছে ওমিক্রন বেশি ভয়ংকর নয়। তবে কিছু লোক বাড়তি সতর্কতার কথা বলছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব। করোনা মহামারি আমাদের উপলব্ধি করিয়েছে এটিকে একক দেশ হিসেবে আমরা একা সামলাতে পারব না। এ চ্যালেঞ্জ আমাদের একে অন্যের সহযোগিতায় মোকাবিলা করতে হবে।’
 
বুস্টার ডোজের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের বুস্টার ডোজ টিকা কার্যক্রম চালু করতে পেরেছি। এরই মধ্যে বাংলাদেশে সাড়ে ৭ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রথম দিকে টিকা পেতে বাংলাদেশের অসুবিধা হলে অনেক দেশই টিকার ব্যাপারে সহযোগিতার জন্য এগিয়ে আসে। দেশের সকলকেই টিকার আওতায় আনা হবে।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে