নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন কারওয়ান বাজার এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে কমলাপুরগামী ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। পরে এক ঘণ্টার চেষ্টায় ট্রেনটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশের ঢাকা থানার ওসি মাজহারুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, চট্টগ্রাম থেকে আসা একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে মগবাজার থেকে এফডিসি মোড় হয়ে সাত রাস্তা বা কারওয়ান বাজারের দিকে যান চলাচল বন্ধ ছিল। এক ঘণ্টার মধ্যে ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে।