হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডিতে চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডির ১১ /এ নম্বর সড়কের ৭৭ /বি বাড়ির তিনতলায় গ্রিল কেটে চুরির ঘটনায় চোর চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার সকালে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির ঘটনাটি ঘটে। 

আ ন ম ইমরান খান জানান, রাজধানীর ধানমন্ডিতে গ্রিল কেটে চুরির ঘটনায় চোর চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় বাসা থেকে চুরি যাওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শনিবার বেলা ২টায় কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসায় চুরির ঘটনা বিদেশে বসে দেখেন বাড়ির মালিক একরামুল ওয়াদুদ। তিনি সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনাটি দেখে নিরাপত্তাকর্মীকে ফোনে জানান। এ ঘটনায় ধানমন্ডি থানায় অভিযোগ করেছেন ওই বাসার নিরাপত্তাকর্মী। 

লন্ডনপ্রবাসী একরামুল ওয়াদুদ ধানমন্ডির পাঁচতলা বাড়ির তিনতলায় বসবাস করতেন। তিনি দেশের বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন আফাজ নামের এক নিরাপত্তাকর্মী। ঘটনার দিন ভবনের তৃতীয় তলায় দক্ষিণ-পশ্চিম কোণের রুমের জানালার গ্রিল কেটে দুই চোর প্রবেশ করে। তখন তারা প্রায় ১৫ ভরি স্বর্ণ ও নগদ কয়েক লাখ টাকা চুরি করে নিয়ে যায়। সেই সঙ্গে রুমের কয়েকটি আলমারি তছনছ করে। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’