হোম > সারা দেশ > ঢাকা

শ্যামনগরে নদীতে ডুব দিয়ে মাছ শিকারি নিখোঁজ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীতে নেমে এক মাছ শিকারি নিখোঁজ হয়েছেন। তিনি মাছ শিকারের জন্য নদীতে ফেলা আটকে যাওয়া বড়শি ছাড়ানোর জন্য ডুব দেন। এরপর থেকে থেকে তিনি নিখোঁজ হন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম কেরামত আলী (৪০)। তিনি উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ মাছ শিকারির সন্ধান শুরু করেছে।

কেরামত আলীর স্ত্রী আনোয়ারা বেগম বলেন, মঙ্গলবার সকালে তাঁর স্বামী বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে মাছ ধরার জন্য লম্বা সুতা দিয়ে বড়শি ফেলেন। এ সময় বড়শিটি নদীর মধ্যে কোনো একটা জায়গায় আটকে যায়। সেটিকে ছাড়ানোর জন্য তাঁকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে ডুব দেন। এরপর অনেক সময় পার হয়ে গেলেও তিনি ফিরে আসেননি।

স্থানীয় ইউপি সদস্য শমসের আলী বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কালীগঞ্জ ইউনিট ও শ্যামনগর থানাকে বিষয়টি জানান। পরে তারা এসে উদ্ধারকাজ চালায়।

ফায়ার সার্ভিসের কর্মী রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের বর্ণনা অনুযায়ী জায়গা নির্ধারণ করা হয়েছে। পরে সেই স্থানে উদ্ধার অভিযান শুরু করেছেন ডুবুরিরা। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন