হোম > সারা দেশ > ঢাকা

শ্যামনগরে নদীতে ডুব দিয়ে মাছ শিকারি নিখোঁজ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীতে নেমে এক মাছ শিকারি নিখোঁজ হয়েছেন। তিনি মাছ শিকারের জন্য নদীতে ফেলা আটকে যাওয়া বড়শি ছাড়ানোর জন্য ডুব দেন। এরপর থেকে থেকে তিনি নিখোঁজ হন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম কেরামত আলী (৪০)। তিনি উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ মাছ শিকারির সন্ধান শুরু করেছে।

কেরামত আলীর স্ত্রী আনোয়ারা বেগম বলেন, মঙ্গলবার সকালে তাঁর স্বামী বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে মাছ ধরার জন্য লম্বা সুতা দিয়ে বড়শি ফেলেন। এ সময় বড়শিটি নদীর মধ্যে কোনো একটা জায়গায় আটকে যায়। সেটিকে ছাড়ানোর জন্য তাঁকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে ডুব দেন। এরপর অনেক সময় পার হয়ে গেলেও তিনি ফিরে আসেননি।

স্থানীয় ইউপি সদস্য শমসের আলী বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কালীগঞ্জ ইউনিট ও শ্যামনগর থানাকে বিষয়টি জানান। পরে তারা এসে উদ্ধারকাজ চালায়।

ফায়ার সার্ভিসের কর্মী রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের বর্ণনা অনুযায়ী জায়গা নির্ধারণ করা হয়েছে। পরে সেই স্থানে উদ্ধার অভিযান শুরু করেছেন ডুবুরিরা। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট