রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাইশা মমতাজ নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এডিসি ক্যান্টনমেন্ট ইফতেখায়রুল ইসলাম শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘাতক কাভার্ডভ্যান চালকের নাম মো. সাইফুল ইসলাম ও তাঁর সহকারীর নাম মশিউর। চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে তাঁদের আটক করা হয়। তাঁদের ঢাকায় আনা হচ্ছে।
এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ৯৯৯–এ ফোন পেয়ে রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজকে উদ্ধার করে। পরে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মাইশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।