হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে কামরুল ও সোলায়মান

আজকের পত্রিকা ডেস্ক­

কামরুল ইসলাম ও সোলায়মান সেলিম। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন থানা এলাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে রিমান্ড শেষে আবার কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চারদিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের ডিবির এসআই ফেরদৌস আলম কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের সরকারি আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষে শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ১৮ ডিসেম্বর এই দুজনকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। পরে তাঁদের কারাগার থেকে রিমান্ডে নেওয়া হয়।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়।

হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখে কামরুল ও সোলায়মানকে আটক করা হয়। পরে পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট