হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে ট্রলার-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে যাওয়ার সময় ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন, জেলার সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিক (৪০) ও সাটুরিয়া সদরের সেলিম হোসেনের ছেলে রাসেল (১৪)।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নদীতে দুই লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। ঘিওর থানার পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত নৌযান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গতকাল বুধবার সকালে মিলন মিয়া (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত চারজন মুমূর্ষু অবস্থায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে জেলার সাটুরিয়া উপজেলার কামতা ও গোলড়া এলাকা থেকে শিশুসহ ৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নৌভ্রমণে বের হয়। যমুনা নদীর শিবালয় ও দৌলতপুর উপজেলার মোহনায় বেড়ানো শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে কুশুন্ডা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। তখন থেকে এই দুজন নিখোঁজ ছিলেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল