হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে ট্রলার-বাল্কহেড সংঘর্ষে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে যাওয়ার সময় ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন, জেলার সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিক (৪০) ও সাটুরিয়া সদরের সেলিম হোসেনের ছেলে রাসেল (১৪)।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নদীতে দুই লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। ঘিওর থানার পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত নৌযান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গতকাল বুধবার সকালে মিলন মিয়া (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত চারজন মুমূর্ষু অবস্থায় মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে জেলার সাটুরিয়া উপজেলার কামতা ও গোলড়া এলাকা থেকে শিশুসহ ৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নৌভ্রমণে বের হয়। যমুনা নদীর শিবালয় ও দৌলতপুর উপজেলার মোহনায় বেড়ানো শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে কুশুন্ডা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। তখন থেকে এই দুজন নিখোঁজ ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির